Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ
ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

চেঙ্গী দর্পন প্রতিবেদক,ফটিকছড়ি ,চট্টগ্রাম :
ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ফুচকা ও চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
১৯ মার্চ ২০২৫ , বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নাজিরহাট বাজারের ফটিকছড়ি ক্লিনিকের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কামাল উদ্দিন বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনি।ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ।