Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলবিনোদনসারাদেশ

প্রথম বারের মত পানছড়ি বাজারে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
” অপসাংস্কৃতির বিরুদ্ধে ইসলামি সাংস্কৃতির জয় হোক ” শ্লোগানে পার্বত্য খাগড়াছড়ির সীমান্ত শহর পানছড়িতে আস-সুন্নাহ্ ইসলামিক সোসাইটির উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

 

২৮ নভেম্বর ২০২৪ , বৃহস্পতিবার বিকালে হাকিম আলী মার্কেটের সামনে ইসলামি সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর থেকে কাওয়ালী সন্ধ্যা নিয়ে সাড়ে ১০ টা পর্যন্ত চলে। এ সময় শিল্পীরা কাওয়ালি ও বিভিন্ন ইসলামিক গজল পরিবেশন করেন।

 

আস-সুন্নাহ ইসলামিক সোসাইটি নাশিদ টিমের পরিচালক মাওলানা আব্দুল কাদের ওয়েজি-র তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অথিতি শিল্পী -সচেতন সাংস্কৃতিক ফোরাম শিল্পী গোষ্টির পরিচালক হাফেজ মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ উপস্থিত থেকে মনোমুগ্ধকর ইসলামি সংগীত পরিবেশন করেন।

 

অন্যান্যদের মধ্যে সচেতন সাংস্কৃতিক ফোরাম শিল্পী গোষ্টির হাফেজ আশরাফুল ইসলাম, জহিরুদ্দিন বিন সুরুজ আস- সুন্নাহ ইসলামিক সোসাইটি নাশিদ টিমের শিল্পী মোঃ আরিফ সুনান, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ শরিফ সুনান, মোঃ রমজান আলী সহ অনেকেই গজল ও ইসলামি সংগীত পরিবেশন করেন।

 

ব্যাতিক্রমি এই অনুষ্ঠানে পানছড়ি বাজার মসজিদের খতিব মোঃ দলিলুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর পানছড়ি উপজেলা শাখা সভাপতি মো. আবু বক্কর, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, স্থানীয় ইসলামিক ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন ধর্মের লোকজন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button