Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে ৩ বিজিবি-র ক্রীড়া সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন কর্তৃক শিক্ষা সহায়ক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

১ মে ২০২৫, বৃহস্পতিবার দুপুরে লোগাং জোন এর পক্ষ হতে পুজগাংমুখ উচ্চ বিদ্যালয় মাঠে পানছড়ি ব্যাটালিয়ন লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি এর উপস্থিতিতে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী (গাইড বই) এবং ক্রীড়া সামগ্রী (ফুটবল, ভলিবল, ভলিবলের নেট, মেয়েদের স্কিপিং খেলার রশি, হ্যান্ডবল, ক্রিকেট খেলার সামগ্রী) বিতরণ করেন।

 

এ সময় তিনি বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

Related Articles

Back to top button