Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চলসারাদেশ

পিকনিক বাস ও ট্রাকের সংঘর্ষে আহত-১৫

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পিকনিক বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 

২৪ জানুয়ারী ২০২৫, শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শান্তি পরিবহনের বাসে করে খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের শিক্ষকেরা পারিবারিক পিকনিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। মানিকছড়ি উপজেলার তিন টহরী গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর বাসটি রাস্তার পাশে ধাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।এ ঘটনায় বাসে ২৭ জন যাত্রীর মধ্যে ১৫ জন যাত্রী আহত হন। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন।

 

বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরেই ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Related Articles

Back to top button