পাহাড়ে উপজাতীয় সংগঠনের আধিপত্য বিস্তারে লড়াই, নিহত ৩
চেঙ্গী দর্পন , নিউজ ডেক্স :
পার্বত্য খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে একই দিনে উপজাতীয় আঞ্চলিক সশস্ত্র সংগঠনের আধিপত্য বিস্তারে ৩ জন নিহত।
১৮ জুলাই ২০২২ সোমবার সকাল দুপুর ও বিকালে এই সব ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
বিভিন্ন সুত্রের তথ্যমতে,
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মাইনি নদীর পাড়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক উপজাতীয় সশস্ত্র সংগঠন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বিনয় চাকমা (২৪) নামে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন অপর উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) দলের এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত ইউপিডিএফ’র সন্ত্রাসী বিনয় চাকমা নানিয়ারচর বালুমূড়া এলাকার রুপেন বিকাশ চাকমার ছেলে। এলাকাটি দূর্গম হওয়ায় এখনো আইন শৃঙ্খলা বাহিনীর কোন দল ঘটনাস্থলে পৌছায়নি।
এদিকে, একই সময়ে দীঘিনালা উপজেলার বাবুছড়ার নাড়াইছড়িতেও ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা দলের মধ্যে বন্দুকযুদ্ধ সংগঠিত হয়েছে। সেখানে শরৎ জ্যোতি চাকমা একজন নিহক হয়েছেন বলে জানা যায়।
একই দিন সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সাথে অপর দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের গোলাগুলিতে ১ ইউপিডিএফ সন্ত্রাসী উত্তম কুমার ত্রিপুরা নিহত হয়েছে।