Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পাহাড়ে সেনাবাহিনী শান্তি-সম্প্রীতি ও শৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছে ; ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও শৃঙ্খলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনা বাহিনী। সেনাবাহিনীর কাজ হলো পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এখানে অনেক ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের লোক বসবাস করে। এখানে আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের সবাইকে ভাবতে হবে। পাহাড়ে সেনাবাহিনী সকলের জন্যই কাজ করে যাচ্ছে। পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভিক্ষুদের যে কোন পরামর্শ শুনবো।

 

২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার খাগড়াছড়ির য়ংড বৌদ্ধ বিহারে বুদ্ধমূর্তি দান, চীবর দান, সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ সংঘদান অনুষ্ঠানে য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি’র সভাপতি থলাপ্রু মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

 

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে, ভিক্ষুরা পাহাড়ের জনগোষ্ঠীদের খুব সুন্দর করে দিক নির্দেশনা দিয়ে থাকেন, আপনারাও যেমনটা পাহাড়ে সম্প্রীতি চান, আমাদের সেনাবাহিনীও ঠিক তেমনটাই সম্প্রীতি বন্ধন রেখে কাজ করে যেতে চাই। বিগত দিনগুলোতে পাহাড়ে যেমনটা সমস্যা সৃষ্টি হয়েছিলো,সেগুলো থেকে উত্তরনে ভিক্ষুদের অবদান রয়েছে।

 

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাবির সোবহান মিয়াঁদ,য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষ্যামা সারা মহাথেরো,সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘের সংঘরাজ ভদন্ত অভিমঞা মহাথেরো সহ অন্যনা ভিক্ষু ও দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button