Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

পাহাড়ে  জননিরাপত্তা,আত্ন-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান:
পাহাড়ে  জননিরাপত্তা,আত্ন-সামাজিক উন্নয়ন শিক্ষা,স্বাস্থ্য সেবা সহ শান্তির পরিবেশ ফিড়িয়ে দিতে এবং বাস্তবায়নের নিরলস ভাবে ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে বাংলাদেশ  সেনাবাহিনী  রুমা উপজেলার ৬ নং ওয়ার্ডে  দুলাচরণ ম্রো পাড়া বিনা মূল্যে চিকিৎসা সেবা, সোলার প্যানেল বিতরণ এবং মানবিক সহায়তা প্রদান কালে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর আসিফ জুবায়ের   উপরোক্ত কথা বলেন।

 

সেনাবাহিনীর  বান্দরবান রিজিয়ন ও আলিকদম জোনের  যৌথ তত্ত্বাবধানের বাকলাই সাবজোনের উদ্যোগে বৃহস্পতিবার(০ ৮ মে) সকালে থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তবর্তী দুলাচরণ ম্রো পাড়াবাসী দের সর্বজনীন ব্যবহারের জন্য ২০০ ওয়াট সোলার প্যানেল= ০১ টি,১৩০ ওয়াট হামকো ব্যাটারী= ০১ টি,  ক্যাবল ০১ কয়েল, উন্নত মানের সোলার বাল্ব ০৪ টি, সুইচ ০৪ টি বিতরণ করা হয়। এছাড়া ও হত দরিদ্র অসহায় গরীব জটিল রোগের আক্রান্ত শতাধিক নর- নারীকে বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

মেজর আসিফ জুবায়ের  আর ও বলেন ,বাংলাদেশ সেনাবাহিনী সর্বদায় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানের সভাপতি দুরাচরণ পাড়ার প্রধান পারিং ম্রো কারবারী বলেন, শিক্ষার,স্বাস্থ্য সেবা,যোগাযোগ ব্যবস্থা, নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রীসহ আমাদের জীবনযাত্রা, মান উন্নয়নের স্বার্থহীণ নিরল ও ক্রান্তি হীনভাবে আমাদের সহযোগিতা করার সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থার, আত্নবিশ্বাসের পাহাড়ের জন মানুষের কৃত্তিত্ব অর্জন করে নিয়েছে ‘বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের  নিরাপত্তা ব্যাষ্টনিতে হেফাজতে রাখার কারণে শান্তি পূর্ণভাবে জীবন যাপন করতে পারায়  অভাবনীয় কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

Related Articles

Back to top button