পাহাড়ে ঐক্যে ও সম্প্রতির কোন বিকল্প নেই – নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্ববায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে ঐক্যে ও সম্প্রতির কোন বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিত ভাবে অশান্তি জিইয়ে রেখে তৃতীয় কোনো পক্ষ যেন আর সুবিধা নিতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি কোনো সমস্যা থাকে, তা আমরা নিজেরাই সমাধান করব। কিন্তু বাইরের কেউ যেন ফায়দা না তুলতে পারে, সেটাই এখন সবচেয়ে জরুরি।
২১ জুলাই ২০২৫ , সোমবার খাগড়াছড়ির শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম নাহিদ।
এনসিপির কেন্দ্রীয় এই কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রথমবারের মতো দলের বড় আকারের কোনো সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, খাগড়াছড়ির এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম আরো বলেন, বাংলাদেশের সংবিধানে যেভাবে সব জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে, তা আমরা মেনে নিই না। ৭২-এর সংবিধানকে আমরা মুজিববাদী সংবিধান বলি, যেখানে বাঙালি জাতীয়তাবাদের ছত্রছায়ায় অবাঙালি জনগোষ্ঠীকে প্রান্তিক করে রাখা হয়েছে। আজ আমরা চাই, একটি নতুন অন্তর্ভুক্তি মূলক সংবিধান, যেখানে সবাই—সব সম্প্রদায়—সমান মর্যাদায় অংশ নেবে।
এর আগে বিকেলে নারিকেল বাগান থেকে ‘ জুলাই পদযাত্রা ’ শুরু হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাবেশে পরিণত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির শত শত নেতাকর্মী যোগ দেন।
সবশেষে ঢাকার দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি উড়ো জাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের জন্য মোনাজাতের মাধ্যমে সভা শেষ করেন।