Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পাহাড়ে অতি বর্ষনে জলাবদ্ধতা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
বর্তমানে সারাদেশে ভারী বর্ষণ, জলাবদ্ধতা, ভূমিধ্বস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। উক্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলার পানছড়ির সনখলা , ইটাখোলা এবং গঙ্গারামএলাকায় সেনা সাবজোন কর্তৃক ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তিবর্গের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার বিকালে হেমন্ত কারবারি পাড়া, ত্রিপুরা পাড়া, মদন কারবারি পাড়া এবং ফাতেমা নগর এলাকায় সর্বমোট ১২০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবজোন অধিনায়ক মেজর মোঃ শরিফ আহমেদ, পিএসসি উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রান সামগ্রী বিতরণ কালে লেফটেন্যান্ট সাদ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ কালে সাবজোন অধিনায়ক বলেন , ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে থাকব এবং একে অপরকে সহায়তা করব। গত কয়েকদিন যাবত ভারী বর্ষণ জলাবদ্ধতা ও ভূমিধ্বসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি নিদর্শন স্বরূপ বাংলাদেশ সেনা বাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button