Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পাহাড়ের ঢলে দিঘীনালার ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী মানবিক সহায়তা প্রকল্পের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
ইউকেএইড ও মিনিষ্ট্রি অফ ফরেন এফের্সাস নেদারল্যান্ড এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় খাগড়াছড়ির স্থানীয় সংস্থা জাবারাং কল্যাণ সমিতি’র সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী মানবিক সহায়তা প্রকল্পের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

১৪ জুলাই ২০২৪ , রবিবার বিকালে দীঘিনালার বোয়ালখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে বোয়ালখালী ইউনিয়নের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ।

 

বিতরণকালে জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন , জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।। আলোচনা সভার পরপরেই প্রথম ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে আরও তিনটি ধাপে আরও ৬’শ ১৫ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হবে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট্য শিক্ষাবিদ ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা,জাবারাং কল্যাণ সমিতি’র চেয়ারপার্সন এস অনন্ত বিকাশ চাকমা, দীঘিনালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান,কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমূখ।

Related Articles

Back to top button