পাহাড়ি ঢলে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যার পরিস্থিতি চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন প্রায় বিপন্ন হয়ে যায়। জেলায় এবার চতুর্থবারের মতো বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়ে লক্ষাধিক মানুষ। তাদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যত্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৩ আগস্ট ২০২৪ শুক্রবার সকাল থেকে জেলা সদরের গঞ্জপাড়া সহ বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যতদিন পর্যন্ত বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবেনা,ততদিন পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শুকনো খাবার,ত্রাণ ও বিভিন্ন ধরনের মানব সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বাস দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
খাদ্যসামগ্রী বিতরণ কালে খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান,ক্যাপ্টেন গালিব বিন সাইফ সহ অন্যান্য কর্মকর্তারা ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।