পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্তিতে খাগড়াছড়ি রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদের নানা আয়োজন
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাহড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে সকাল ১০ টায় খাগড়াছড়ি ষ্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করা হয়।
কবুতর উড়িয়ে বণাঢ্য শোভা যাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী। খাগড়াছড়ি ষ্টেডিয়াম থেকে বের হওয়া বর্ণিল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষণ করে। শোভাযাত্রায় বিভিন্ন জাতীগোষ্ঠী তাদের ঐতিহাবাহী পোষাক আশাক নিয়ে অংশগ্রহন করে। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃিতক ইন্সিটিটিউট প্রাঙ্গনে কেক কাটা , চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা,জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরীসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।