দুর্ঘটনাসারাদেশ

পাবনায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার ,পাবনা :
পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেলিম হোসেন (৩৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

 

১৮ জুন বুধবার পাবনা বাইপাস মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, বাসের হেলপার তারেক (৩৫) এবং ট্রাকের হেলপার আলামিন (৩৫)। নিহত সেলিম হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকচালক সেলিম সুনামগঞ্জ থেকে পাথর ভর্তি করে মাওয়া যাচ্ছিলেন। অপর দিক পাবনা এক্সপ্রেস বাসটি ঢাকা থেকে পাবনা বাস টার্মিনালে যাত্রী নামিয়ে ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ট্রাকচালক সেলিমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ট্রাকের হেলপার ও বাসের হেলপারের অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়।

Related Articles

Back to top button