পানছড়ি চেঙ্গী নদীতে পরে শিশুর মৃত্যু
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
জেলার পানছড়ির মোহাম্মদপুর এলাকায় চেঙ্গী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও মৃত শিশুর পরিবার সুত্রে জানা যায়, মৃত শিশুটি তার মামা শফিকুল ইসলাম ও মামাতো ভাই বোনদের সাথে নদীতে যায়। এ সময় শফিক মাছ ধরছিলো ও তার ছেলেমেয়ে ও ভাগনী নদীর চরে ও পানিত খেলা করছিলো। একসময় তিন ভাইবোন পানি পড়ে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পানিতে পরা তিনজনের মধ্যে শফিকুল ইসলামের ভাগনি ও সাদিয়া আক্তার (০৯) পিতা-শফিকুল ইসলাম কে ডাক্তার মৃত ঘোষনা করে। সানজিদা ইসলাম (৬) কে হাসপাতালে ভর্তি রাখা ও ইমরান হোসেন (১৩)কে প্রাথমিক চিকিৎসার বাড়িতে নিয়ে যায়।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম বলেন, বিষয়টি শুনেছি। পানিতে পরে শিশুটির মৃত্যু খুবই কষ্টকর বিষয়। অভিভাবকদের অসচেতনতাই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।