Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়ি খাদ্য গুদামে আমন/২২-২৩ ধান সংগ্রহ শুরু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
সারা দেশের ন্যায় জেলার পানছড়ি খাদ্য গুদামে কৃষকের উৎপাদিত আমন/২২-২৩ ধান সংগ্রহ উদ্ভোধন করা হয়েছে।

১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার ১২টায় পানছড়ি খাদ্য গুদামে আমন/২২-২৩ ধান সংগ্রহ শুভ উদ্ভোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার । এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মনি শংকর চাকমা সহ সুবিধাভোগীগন উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন জানান, কুষকের উৎপাদিত আমন ধান সংগ্রহের লক্ষ্যে সরকার নির্ধারিত মুল্যে ধান ক্রয় করা হবে। ৬৪ জন কৃষকের কাছ থেকে প্রতি টন ২৮ হাজার করে ১৯৩ মে.টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা দেওয়া আছে। এ বিষয়ে প্রতিটি এলাকায় জনপ্রতিনিধি ও উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রচার করা হয়েছে।

Related Articles

Back to top button