খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি কেন্দ্রীয় দেবালয়ে অধিবাস কীর্তন এর মধ্যে দিয়ে শুরু হয়েছে ষোড়শ প্রহর মহোৎসব

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি ,খাগড়াছড়ি  :
বিশ্ব মানবতার কল্যানার্থে, দেশ ও সকল জাতির মঙ্গল কামনায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোল মহোৎসব উদযাপন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরও খাগড়াছড়ির পার্বত্য জেলার পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয়ে ষোড়শ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও বিভিন্ন মাঙ্গলিক পূজা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ মার্চ ২০২৪, শুক্রবার সন্ধায় পানছড়ি উপজেলার সকল সনাতনী সমাজের সার্বিক সহযোগিতায় এই ধর্মীয় অনুষ্ঠান অধিবাস কীর্তন এর মধ্য দিয়ে শুরু হয় এই হরিনাম সংকীর্তন। যা ৩১ মার্চ ভোর পর্যন্ত চলবে ।

 

এই ধর্মানুষ্ঠানে সনাতন ধর্মালম্বীসহ জাতি, ধর্ম নির্বিশেষে সকল বয়সের সহস্রাধিক ভক্ত ও দর্শকদের সমাগম ঘটে। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে উঠে মন্দির প্রাঙ্গণ।

 

পানছড়ি বাজার মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল সাহা ও সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী জানান, কলিযুগে জীবের দু:খ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। এটাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত। তাই কলির কড়াল গ্রাস থেকে নিষ্কৃতি লাভ করতে ভগবান এর এই মহানাম সংকীর্তন এর আয়োজন করা হয়।

Related Articles

Back to top button