Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জনের মনোনয়ন পত্র দাখিল

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি, খাগড়াছড়ি  :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয ধাপের ভোট ২১ মে ২০২৪। ২১ এপ্রিল মনোনয়ন পত্রের হার্ড কপি জমার শেষ দিনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ছয় জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও পুরুষ ভাইস,চেয়ারম্যান পদে পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

২১ এপ্রিল ২০২৪, রবিবার সকাল ১০ টায় থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলা রিটার্নিং অফিসার ও জেলা রিটার্নিং অফিসার এর কার্যালয়ে মনোনয়ন পত্রের হার্ড কপি দাখিল করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মিটন চাকমা, বর্তমান চেয়ারম্যান শান্তি জীবন চাকমা , উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা , সাবেক চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, সাবেক লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা ও ১ম বাবের মত মহিলা প্রার্থী হিসাবে মানিক পুদি চাকমা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হলো – সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাথ দেব, সাবেক লতিবান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কিরণ ত্রিপুরা , সঞ্চয় চাকমা,সৈকত চাকমা মনোনয়নপত্রের হার্ড কপি জমা দেন ।

 

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্রের হার্ড কপি জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ও পানছড়ি গন অধিকার পরিষদের সদস্য সচিব সুজাতা চাকমা।

Related Articles

Back to top button