Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ির সীমান্তে চোরাচালানের চিনি সহ ট্রাক্টর আটক

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
জেলার পানছড়ির লোগাং সীমান্তে ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক ৬৫ বস্তা ভারতীয় চিনি সহ একটি ট্রাক্টর আটক করা হয়েছে।

 

০২ জুন ২০২৩ শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দুদুকছড়া এলাকা হতে লোগাং বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ধনঞ্জয় কুমারের এর নেতৃত্বে ট্রাক্টর সহ ৬৫ বস্তা ভারতীয় চিনি সহ চালক, হেলপার সহ চারজন কে আটক করে। তবে চিনির মালিককে আটক করা সম্ভব হয় নি।

 

বিজিবি সুত্র জানায়, ৩ জুন ২০২৩ শনিবার আটক কৃত ট্রাক্টর চালক পানছড়ি উপজেলার দমদম গ্রামের মো. ইদ্রিস আলীর পুত্র আবুল খায়ের ( ৪৫), ট্রাক্টর হেলপার মোল্লাপাড়া গ্রামের শহিদ দেওয়ানের ছেলে মো. জসিম (৩০) ও ইব্রাহিমের ছেলে বাবুল মিয়া (৪০) এবং মধ্যনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো.রাকিব (২২) সহ ভারতীয় অবৈধ চিনি, মাহিন্দ্র ট্রাক্টর এবং আসামীদেরকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তবে চিনির মালিক সাথে না থাকায় আটক করা সম্ভব হয় নি।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি বলেন, সীমান্ত চোরাচালান রোধে বাংলাদেশ বর্ডার গার্ড সর্বদাই সচেতন। সকল চোরাচালান বন্ধে ৩ বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। এধরনের অভিযান চলমান থাকবে।

Related Articles

Back to top button