পানছড়ির সদর ইউপিতে পুষ্টি সমন্বয় মাল্টি স্টক হোল্ডার প্লাটফরম গঠন ও পরার্শক সভা অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও লিডারশিপ টু এনসিউর এড্কুয়েট নিউট্রিশান প্রকল্পের সহযোগীতায় পুষ্টি সমন্বয় মাল্টি স্টক হোল্ডার প্লাটফরম গঠন পরার্শক ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে ২০২২ মঙ্গলবার সকালে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত ইউপি সদস্যগন ,হেডম্যান- কার্বারী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে পুষ্টি সমন্বয় মাল্টি স্টক হোল্ডার গঠন ও পরার্শক ও পরিকল্পনা সভায় প্রতিটি ঘরে পুষ্ঠির প্রয়োজনীয়তা বিষয়ক নিয়ে আলোচনা করা হয়।
লিডারশিপ টু এনসিউর এড্কুয়েট নিউট্রিশান প্রকল্পের উপজেলা কো -অডিনেটর ডরথী চাকমা পুষ্ঠির প্রয়োজনীয়তা , কি কি খাদ্যে কি পরিমান পুষ্টি উপাদান আছে তা বর্ণনা দেন। পার্বত্য অঞ্চলের প্রতিটি পাড়ায় প্রতিটি ঘরে নারী ও শিশুদের পুষ্টি সংক্রান্ত খাবারের প্রয়োজনীয়তা নিয়ে ইউপি সদস্যগন ,হেডম্যান- কার্বারী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন জন সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করার ও স্থানীয়দের পরামর্শ দেওয়ার আহবান জানান।