Breakingঅপরাধসারাদেশ

পানছড়িতে ৩০ লিটার বাংলা মদ সহ মাদক ব্যবসায়ী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়ি উপজেলার কলাবাগান হতে দেশীমদ সহ পুলিশ একজনকে আটক করেছে।

জানা যায়, ১৮ নভেম্বর ২০২০ বুধবার বিকালে এস আই অনিক বড়ুয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ির কলাবাগান গ্রামের কমল ত্রিপুরার স্ত্রী তাপসী ত্রিপুরা কে ৩০ লিটার বাংলা মদ সহ আটক করে পানছড়ি থানার নিয়ে আসে।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো ্দুলাল হোসেন জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে আগামী কাল আটককৃত মাদক ব্যবসায়ীকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button