Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে শিশু ও মাতৃসেবা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে ইপসা সম্মৃদ্ধি কর্মসুচির আওতায় শিশু ও নবজাতক মাতৃসেবা নিয়ে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়েছে।

 

২৪ মে ২০২৩ ,বুধবার সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশানের সহযোগীতায় ইপসা পানছড়ি সম্মৃদ্ধি শাখা অফিসে নবজাতক ও শিশুদের চিকিৎসা সেবা ক্যাম্পিংয়ের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা।

এ সময় ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, শিশুর যত্নে মায়ের ভুমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ । শিশুর যত্নের পাশাপাশি মাকেও সচেতন হতে হবে। মায়ের অসচেতনতার জন্য নবজাতক ও শিশু মৃত্যু ঝুঁকিতে থাকে। নবজাতক শিশু ও মায়েদের কথা বিবেচনা করে সরকার মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন। আসুন আমরা নিজেরা সচেতন হই , মা ও শিশু মৃত্যু ঝুঁকি রোধ করি।

 

ইপসা সম্মৃদ্ধি কর্মসুচির আওতায় শিশু ও নবজাতক মাতৃসেবা নিয়ে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পে খাগড়াছড়ি সদর হাসপাতালের নবজাতক ও শিশু বিষয়ক চিকিৎসক ডাক্তার রিপল বাপ্পি চাকমা এমবিবিএস , বিসিএস (স্বাস্থ্য ) সেবা , পরামর্শ ও শিশুদের ঔষধ প্রদান করেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে ইপসা উপজেলা শাখা ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন, ইপসা এডিও শুভ্র জ্যোতি চাকমা, সুবিধাভোগী পরিবারের লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button