Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে লোগাং গণহত্যা দিবসে স্মরণ সভা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি , খাগড়াছড়ি  :
খাগড়াছড়ির পানছড়িতে লোগাং গণহত্যা দিবস পালন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য নারী সংঘ।

 

১০ এপ্রিল ২০২৩ সোমবার সকালে চেঙ্গী ইউপি’তে গণহত্যার ৩১ তম বছর উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়।

সভার শুরুর পূর্বে কালো ব্যাচ ধারণ করে চিত্র প্রদর্শন ও শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুস্পমালা অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা।

গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি এস মঙ্গল চাকমার সভাপতিত্বে ও পিসিপি সাধারণ সম্পাদক সুনীল চাকমার সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি তৃঞ্চাকর চাকমা, ইউপিডিএফ পানছড়ি ইউনিটের সমন্বয়ক আইচুক ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চাকমা, পার্বত্য নারী সংঘ কেন্দ্রীয় কমিটির প্রণীতা চাকমা, সাবেক চেঙ্গী চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, বড় কলক গ্রাম্য কমিটির সভাপতি জীবন কৃঞ্চ চাকমা ও মরাটিলা জিরানি খোলা গ্রামের রাচাই মার্মা প্রমূখ।

 

এতে সেই দিনের ঘটনা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শহীদ পরিবারের অমিও কান্তি চাকমা, সাবেক চেঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান কালা চাঁদ চাকমা। এ সময় বিভিন্ন এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button