Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ভোটার তালিকা হালনাগাদ করণ কার্যক্রম-২০২২ সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে ভোটার তালিকা হালনাগাদ করণ কার্যক্রম-২০২২ সম্পাদনের লক্ষ্যে গঠিত উপজেলা সমন্বয় কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।


০১ জুন ২০২২ বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে
ভোটার তালিকা হালনাগাদ করণ কার্যক্রম-২০২২ সুষ্ঠ সুন্দর, নির্ভুল ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোটার তালিকা হালনাগাদ করণ কার্যক্রম-২০২২ এর চুড়ান্ত রেজিষ্ট্রেশন পরিকল্পনা প্রণয়ন করা হয়। এতে উপজেলার ৫ ইউনিয়নে ৪ জুন ২০২২ তারিখ হতে ২৪ জুন ২০২২ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ১৭ জুলাই ২০২২ হতে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত নির্ধারিত তারিখে প্রতিটি ইউনিয়নের রেজিষ্ট্রেশন কেন্দ্রে নিবন্ধন কার্য পরিচালনা করা হবে। উক্ত ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন করার লক্ষে ইউপি চেয়ারম্যান -সদস্যগণ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সিভিল সোসাইটির সহযোগীতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমন্বয় কমিটি’র আহবায়ক রুবাইয়া আফরোজ।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা , উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,আহির উদ্দিন, জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button