Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : “ উদ্ভাবনী কাজে লাগাই – ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই “ শ্লোগানে জেলার পানছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সরকারি বেসরকারি কর্মচারী ও সমাজের বিভিন্ন শ্রেণীর গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

২৫ এপ্রিল ২০২২ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান , পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা তিরনা চাকমা, ডাক্তার মোহাম্মদ হাসান পারভেজ, ডাক্তার সুমেন চাকমা, বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, লিডারশীপ টু এনসিউর এডুকুয়েট নিউট্রিশান( লীন) এর উপজেলা কো অর্ডিনেটর ডরথি চাকমা, পান্না চাকমা ,ব্র্যাক (স্বাস্থ্য ) পানছড়ি উপজেলা ইউনিট ম্যানেজার, উপজেলার হেডম্যান কার্বারী গন সহ বিভিন্ন মসজিদের ইমাম গন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি র‌্যালি হাসপাতাল থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতালে এসে শেষ হয়।

সভায় বক্তারা ম্যালেরিয়া প্রতিরোধে ও নির্মূলে করণীয় বিষয় সমুহ যেমন, শোয়ার আগে অবশ্যই মশারী টানানো, রাতের বেলা বাহিরে গেলে হাত পা ঢাকা থাকে এমন কাপড় চোপড় পরিধান করা, বাড়ির আশ পাশের ঝোপঝাড় পরিস্কার পরিচ্ছন্ন রাখা, মশা ডিম পারতে বা বংশ বিস্তার করতে পারে এমন অপ্রযোজনীয় ডোবা, নালা ,নর্দমা, গর্ত পরিস্কার রাখা , না হয় ভরাট করে ফেলা । এছাড়াও ম্যালেরিয়া উপসর্গ দেখা দিলেই জরুরী ভিত্তিতে চিকিৎসকের বা স্থানীয় স্বাস্থ্য কর্মীর সহযোগীতা ও পরামর্শ নেওয়ার আহবান জানান।

Related Articles

Back to top button