পানছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার পানছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
১৫ মার্চ ২০২৩ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে ভোক্তা-অধিকার সংরক্ষণ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা৷ মনিকা বড়ুয়া, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা তীরনা চাকমা, সহ প্রশাসনিক কর্মকর্তাগন ও বাজার ব্যবসায়ী ও এলাকার ভোক্তা গন, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, রাজনৈতি ব্যক্তি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেনতায় লিফলেট বিতরণ করা হয়।