Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বিশ্ব পানি দিবস ২০২২ পালিত হয়েছে

চেঙ্গী প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : বিশ্বের অন্যান্য দেশের মতো জেলার পানছড়িতে বিশ্ব পানি দিবস ২০২২ পালিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও’তে এই প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানি সম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে

লিডারশীপ টু এনসিউর এডুকুয়েট নিউট্রিশান ( লীন) প্রকল্পের আয়োজনে এই দিবসটি পালন করা হয়। নিরাপদ পানির ব্যবহার, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পানি দূষণ কমানো ও টিপি টেপ ব্যবহারের মাধ্যমে কম পানি খরচ করে হাত পরিস্কার করণ সহ যথাযথ ব্যবহারের মাধ্যমে পানি দিবস পালন করা হয়।

নদীমাতৃক বাংলাদেশে হলেও পার্বত্য জেলা সমুহে বিশুদ্ধপানি ও নদী, খাল বিল কম থাকায় সারা বছরই পানির অভাব থাকে। পানি ছাড়া যেমন আমাদের জীবন অচল; তেমনি জলবায়ু ও প্রকৃতি- যা আমাদের জীবন ও জীবিকার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত তার স্বাভাবিক প্রবাহের জন্যও পানি অপরিহার্য। তাবই ধারাবাহিকতায় পানছড়ি উপজেলার ৫ টি ইউনিয়নে লিডারশীপ টু এনসিউর এডুকুয়েট নিউট্রিশান ( লীন) প্রকল্পের নারী পরিচালিত ব্যবসা কেন্দ্র ও পানছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে টিপি টেপ স্থাপন করে ও তা ব্যবহারের মাধ্যমে কম পানি খরচ করে হাত পরিস্কার করণ বিষয়ে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের শেখানো হয়।

Related Articles

Back to top button