স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
বিপুল চাকমা সহ চার তরুণ নেতা হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের আহবানে পানছড়ি উপজেলায় ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।
৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার ছাত্র ধর্মঘটের অংশ হিসাবে পানছড়িতে সদর এলাকার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠান সমুহে কোন ছাত্র-ছাত্রী শ্রেণী কার্যক্রমে অংশ গ্রহন করে নাই। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই ফাঁকা ছিলো । সদর এলাকার সকল প্রাথমিক – মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা ছাড়া উপজেলার পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, নালকাটা ,পুজগাং লোগাং উচ্চ বিদ্যালয় সহ বাকী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ছাত্র-ছাত্রীর উপস্থিতি ছিলো শুন্য।
অপরদিকে ছাত্র ধর্মঘট সফল হওয়ায় দুপুরে মনিপুর এলাকা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) -র পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনিলময় চাকমা নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মনিপুর হতে বর কলক এলাকা প্রদক্ষিণ করে মনিপুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে পিসিপি -র উপজেলা সভাপতি সুনিল ময় চাকমা বলেন, শহীদ বিপুল-সুনীল-লিটন ও রুহিন দের হত্যার এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রশাসন খুনীদের গ্রেফতার করেনি। বরং সরকারের প্রশ্রয়ে মুখোশদের দৌরাত্ম বেড়েছে। এ ছাড়া জেলা-উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের আন্দোলনের ভয়ে সরকারের নজরদারি, মুখোশদের কর্তৃক শিক্ষার্থীদের অপহরণ ও হুমকি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা চলতে থাকলে কোন শিক্ষার্থীর পক্ষে স্বাভাবিকভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিরাপদে বাড়ি ফিরতে না পারলে কেন তারা স্কুল কলেজে যাবে ? এ ধরনের অরাজকতাপূর্ণ পরিস্থিতিতে একজন শিক্ষার্থী তথা দেশের আগামী দিনের নাগরিক হিসেবে আমরা কখনই নিশ্চপ হয়ে বসে থাকতে পারি না। আমাদের প্রিয় মাতৃভূমি পার্বত্য চট্টগ্রামে আমরা অধিকার নিয়ে সম্মানের সাথে বাঁচতে চাই। নিজের পাড়া-গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ রাষ্ট্র ভাষার দাবিতে আত্মবলিদান দিয়েছিল। আমাদেরও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মবলি দানের জন্য প্রস্তুত থাকতে হবে।
এছাড়াও আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৪ খাগড়াছড়ি জেলায় সকল স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ধর্মঘট এবং ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অভিমুখে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি সফল করতে সর্বাত্মক ভূমিকা পালন করতে সকলের সহযোগীতা কামনা করেন।