Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে প্রতিবন্ধীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং ও সচেতনতা” বিষয়ক কর্মশালা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
” প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- সম্পদ”এমন বিশ্ব গড়ি, প্রতিবন্ধীদের প্রতিভা বিকশিত করি” ও ” সচেতন রই- সাইবার স্মার্ট হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) এর আয়োজনে প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সহায়ক উপকরণ বিতরণ , সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিং ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

৫ ফেব্রুয়ারী ২০২৪ সোমবার দুই পর্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সকালে উপজেলা অডিটরিয়ামে প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন পিপিএম (ক্রাইম এন্ড অপস্) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ( বার)।

 

অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ,সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান, জেলা অটিস্টিক অফিসার মোঃ শাহাজান, মাটিরাঙ্গা সার্কেল এর সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ছালেহ, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, সমাজ সেবা অফিসার মোহাম্মদ সামছুল আলম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া সহ স্থানীয় প্রসাশনিক কর্মকর্তা, প্রতিবন্ধী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

 

প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে শারিরীক প্রতিবন্ধী জলফা সাঁওতাল ও মোহাম্মদ শাহাবুদ্দীনকে হুইল চেয়ার প্রদান ও শিক্ষার্থী প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেন অতিথিবৃন্দরা।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার ফলে তাদের সম্মান বেড়েছে। এখন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মান কখনো সম্ভব না। তাদেরকে আমরা উৎসাহিত ও সুযোগ করে দিতে পারলে তারা এই দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা ভাতা পাচ্ছেন এবং তারা বিভিন্ন প্রতিভার স্বাক্ষর রাখছেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিং ও সচেতনতামূলক কর্মশালা পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে সহকারী প্রধান শিক্ষক অনুপ দত্ত তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসাবে জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সাইবার নিরাপত্তা বাল্য বিয়ে, ইভটিজিং বিষয়ক বিভিন্ন সমস্যার সতর্কতা মূলক নির্দেশনা প্রদানকালে ,সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করেন এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করে তাদেরকে ফেসবুক ব্যবহারের প্রতি নিরুৎসাহিত করেন।

তিনি আরও বলেন, কেউ হয়রানি করলে, ইভটিজিং বা উত্যক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে আমাদের দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি স্কুলগামী শিক্ষার্থীদের নিকট হতে তাদের বিভিন্ন সমস্যার কথা শ্রবণ করেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেগুলো সমাধানের নির্দেশনা প্রদান করেন।

Related Articles

Back to top button