Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
পানছড়িতে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জন সচেতনতায় উঠান বৈঠক
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি , খাগড়াছড়ি :জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের মাঠে মহিলা অধিদপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।
১২ ডিসেম্বর ২০২১ রবিবার সকালে উঠান বৈঠক অনূষ্ঠানে উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় চাকমার সভাপতিত্বে পানছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিতা বড়ূয়া ,ইউপি সদস্যা লিপি চাকমা , ইউপি সদস্য আবুল হাসেম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৈঠকে নারী ও শিশু পাচার রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, গুজব, নারীর আত্মকর্মসংস্থান ও শিশু কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা সহ জঙ্গীবাদ ও মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।