পানছড়িতে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার ভোর সাড়ে ৬টায় পানছড়ি থানা পুলিশ ৩১ বার তোপধ্বনি , কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, পায়রা মুক্ত করা ,কুচ কাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।
এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার তত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেবা দানে ডাক্তার সুমেন চাকমা , ডাক্তার আকলিমা হোনেস ,ল্যাব টেকনোলজিস্ট সলিট চাকমা, রাকিবুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য সেবিকা ও পানছড়ি যুব রেড ক্রিসেন্টের সহযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ও সর্ব সাধারণ বিনামুল্যে নিজেদের এতে ব্লাড গ্রুপ নির্ণয় ,ডায়াবেটিস ,উচ্চ রক্ত চাপ , কোভিড-১৯ টিকা সহ বিভিন্ন সেবা গ্রহন করার সুযোগ পেয়েছেন।
মহান বিজয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ , মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা , থানা অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা , প্রকৌশলী আব্দুল খালেক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন দপ্তরের প্রধানগন, স্থানীয় সুশীল সমাজ , আওয়ামী লীগ -বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ এবং বিভিন্ন স্কুল-মাদরাসা-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।