পানছড়িতে দুইদিন ব্যাপি ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়িতে ২ দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
২৯ জানুয়ারী ২০২৪ সোমবার সকালে উপজেলা মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহি অফিসার অনজন দাশ।
এ সময় সহকারি কমিশনার (ভুমি) আহমেদ হাছান,উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামিম, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, সমবায় অফিসার সংঙ্গীতা ভৌমিক, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী গন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ( বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়) এর তত্বাবধানে এবারের দুইদিনব্যাপি মেলায় প্রতিযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা সৃজনশীল বৈজ্ঞানিক প্রকল্প বা মডেল উপস্থাপন সহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী করেছে।