পানছড়িতে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চেঙ্গী দর্পন প্রতিদেক,পানছড়ি,খাগড়াছড়ি :
বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনা বিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পানছড়িতে আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়েছে।
০৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সহ সভাপতি জয়নাথ দেব, নূর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি আল আমিন, কৃষকলীগের সভাপতি শাহজাহান কবির সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসের এক ভয়াবহ কলঙ্কের দিন। স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫ আগস্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জাতিকে চিরতরে নেতৃত্বশূন্য করতে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেল খানার ভেতরে নির্মমভাবে হত্যা করে। যা জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেয়া হয়েছিল।