পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে ভার্চুয়াল উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো. ইসমাইল, চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : ২২ এপ্রিল ২০২১ দুপুরে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ ও উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ যৌথভাবে সারা দেশে ২৩-২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে ভার্চুয়াল উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল উদ্ভোধন করেন জাহিদ মালেক এম পি, মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়।
বিদ্যমান কোভিত অতিমারি বিবেচনায় স্বাস্থ্য বিধিসমূহ পালনপূর্বক জনগণকে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয়, বিভাগীয়, জেলা- উপজেলা প্রতিষ্ঠান পর্যায়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যেগ নেয়া হয়েছে।
এ উপলক্ষে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহন করেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, লিডারশীপ টু এনসিউর এডুকুয়েট নিউট্রিশান (লীন) প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর ডরথি চাকমা, নার্সিং সুপার ভাইজার মিনা চাকমা, উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শ্যামল মিত্র চাকমা, স্বাস্থ্য পরিদর্শক আলো জ্যোতি চাকমা, উপজেলা পুষ্টি কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি কক্ষে পুষ্টি কর্ণারের উদ্ভোধন করেন।