পানছড়িতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি : “নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জেলার পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভা অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন মনিতা ত্রিপুরা,যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক, ইউপি সচিবগন এবং উদ্যোক্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক তথ্যে দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়তা করবে।