পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৭ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৫ ডিসেম্বর ২০২২ সোমবার দিনব্যাপি হর্টি কালচার সেন্টারে উপজেলার সকল ইউনিয়নের ২৭ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘২০২২-২৩ অর্থবছরে রবি/২০২২-২৩ মৌসুমে ভূট্টা, সরিষা ও সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামুল্যে এ সকল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সুত্র মতে , উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিশা বীজ ১ কেজি , এম ও পি ১০ কেজি ,ডিএ পি ১০ কেজি হারে ৪ শত জন; ভুট্টা বীজ ২ কেজি , এম ও পি ১০ কেজি , ডিএ পি ২০ কেজি হারে ১৫০ জন ; সূর্যমুখি বীজ ১ কেজি ,এম ও পি ১০ কেজি ,ডিএ পি ১০ কেজি হারে ৬০ জন; বোরো উপশী জাতের ধান ৫ কেজি, এম ও পি ১০ কেজি ,ডিএ পি ১০ কেজি হারে ৮০০ জন ও বোরো হাই্রব্রিড ধান ২ কেজি বীজ হারে ১৩০০ জনকে উক্ত প্রনোদনা দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে কৃষকদের কৃষি কাজে উৎসাহিত ও কৃষি বিষয়ক দিক নির্দশনা মুলক বক্তব্য রাখেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ,মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার , সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত চৌধুরী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাঙ্কর চাকমা প্রমুখ।