নিজস্ব প্রতিবেদক পানছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ওয়াস পন্য সমুহের অগ্রাধিকার বিশ্লেষন কর্মশালা অনুষ্ঠিত হয় ।
লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্পের সহযোগিতায় ১৯ অক্টোবর ২০২০ সোমবার সকালে এ কর্মশালা হয়।
কর্মশালায় সম্ভাব্য ওয়াস পন্য সমুহের অগ্রাধিকার বিশ্লেষন পরিকল্পনার উপস্থাপন করেন ‘লিন’ প্রকল্পের খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মাজরুল ইসলাম। লীন প্রকল্পের উপজেলা সমন্বয়ক ডরথী চাকমা, স্বর্ণা চাকমা বাজার ব্যবসায়ী স্যানিটেশন সামগ্রী উৎপাদন ও বিপননকরীগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।