পানছড়িতে উপজাতীয় সন্ত্রাসীদের গুলিতে ১ জন আহত
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
জেলার পানছড়ির মরাটিলা এলাকায় উপজাতীয় সন্ত্রাসীর গুলিতে ইলেক্ট্রিক মিস্ত্রি গুলিবিদ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
১৯ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায় , মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির যামিনি পাড়া হতে বিদ্যুতের ওয়ারিং কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় দুই মোটর সাইকেল যোগে ৪ জন পানছড়ি আসার পথে উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকায় উপজাতীয় সন্ত্রাসীরা থামার সংকেত দিলে না চালক বুঝতে না পারায় না থেমে চালিয়ে আসার পথে গুলি চালায়। এতে ইলেক্ট্রিক মিস্ত্রি নাছির মিয়ার পেটে গুলি লাগে। পরে দুই মোটর সাইকেলের ৪ জন থেকে গুলিবিদ্ধ নাছির সহ ৩ জনকে আসতে দিলেও মোঃ আব্দুল হালিম নামের এক জনকে মোটর সাইকেল সহ অপহরণ করে নিয়ে যায়।পরে রাত ১০টায় তাকে মুক্তি দেয়। গুলিবিদ্ধ নাছির মিয়া (৩৫) পানছড়ি উপজেলার হেডম্যান টিলার মৃত হানিফ মিয়ার ছেলে।
মোটর সাইকেলে আসা অপর দুইজন জোবায়ের (১৮) পিতা -আবু তাহের , আব্দুল হাকিম (১৮) পিতা- আছির উদ্দিন , তবলছড়ি, মাটিরাঙ্গার বাসিন্দা গুলিবিদ্ধ নাছির কে আশংকাজনক অবস্থায় পানছড়ি সদর হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার তাৎক্ষনিক সদর হাসপাতালে পাঠান।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন শৃংখলা টহল জোরদার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, গত ১১ ডিসেম্বর ২০২৩ উপজাতীয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ সন্ধ্যা ৬ ঘটিকার পরে সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করে। তারই ধারাবাহিকতায় গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় পানছড়ি সীমান্ত সড়কের কাজ শেষে বাড়ী ফেরার পথে রমজান আলী ও আব্দর রশিদকে গুলিবিদ্ধ করে। এবং ১৯ ফেব্রুয়ারী মরাটিলা এলাকায় নাছির মিয়াকে গুলিবিদ্ধ করে। এ নিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।