পানছড়িতে ইউপি নির্বাচন সংক্রান্ত বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে সর্বশেষ ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১ এর প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে নির্বাচনি আচরন বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
০৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কে এম ইয়াসির আরাফাত , জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ মো. সাইদুর রহমান,মাটিরাঙ্গা পুলিশ সার্কেল মো. খুরসিদ আলম,সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মিজান উর রশিদ ভূইয়া , ৩ বিজিবি -র সহকারী পরিচালক মোঃ রাজ মামুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম, উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা প্রমুখ সহ সর্বশেষ ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১ এর প্রতিদ্বন্ধী প্রার্থীগন উপস্থিত থেকে নিজ নিজ অবস্থানিক ও নির্বাচনি মতামত পেশ করেন।
এছাড়াও মতবিনিময় সভায় প্রতিদ্বন্ধী প্রার্থীগন অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাগনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনির সহায়তা কামনা করেন।