Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সঙ্গীত ক্লাসের উদ্বোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলায় অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সঙ্গীত ক্লাসের উদ্বোধন করা হয়েছে।

 

৭ জানুয়ারি ২০২৩ শনিবার সকালে পানছড়ি অনির্বাণ শিল্পী গোষ্ঠী কার্যালয়ে সঙ্গীত ক্লাসের শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।

অনুষ্ঠানে মিঠুন সাহার সঞ্চালনায় থোয়াই অংগ্য চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য বাবুল কায়সার।

প্রধান অতিথি মনিতা ত্রিপুরা এই সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং সঙ্গীত কার্যক্রম ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহবান জানান। অনির্বাণ শিল্পী গোষ্ঠী কার্যালয়ে দুইটি ফ্যান ও চেয়ার দেওয়ার ঘোষণা দেন।

 

অন্যান্যদের মধ্যে পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য ইউসুফ আদনান,থোয়াই অংগ্য চৌধুরী, বি.মিউজ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এর নিয়মিত শিল্পী সঙ্গীত প্রশিক্ষক ওস্তাদ বিধান রায় বিশ্বাস , মতিউর রহমান,অরুণ শীল, সেবিকা সাহা সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button