পানছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের বিদ্যালয় ও ইউপি কমপ্লেক্সের ভুমি পরিদর্শন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের বিদ্যালয় ও ইউপি কমপ্লেক্সের ভুমি পরিদর্শন করেন।
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার সকালে উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমা নগর নিম্ম মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম।
এ সময় পানছড়ি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আহমদ হাসান , বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ এম এ বাসার, প্রধান শিক্ষক মোঃ সাদেক আলী, ফাতেমা নগর মেঘনা যুব কল্যান ক্লাবের সভাপতি মোঃ ছোবাহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সহকারী শিক্ষক – শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দুপুরে ২ নং চেংগী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন এর জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( এডিসি) রাজস্ব ফেরদৌসী বেগম।
এ সময় পানছড়ি উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আহমেদ হাছান,ইউপি চেয়ারম্যান, আনন্দ জয় চাকমা, ইউ পি সচিব ওিইউপি সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।