Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি সিমান্তে অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে ৩ বিজিবি

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে মালিক বিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে সুবেদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পানছড়ি সীমান্তের কাঠালতলী এলাকায় একটি বিশেষ টহল দলেরে অভিযানে অবৈধ ভারতীয় মালামালগুলো আটক করা হয়।

 

 

আটককৃত মালামালের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী, খাদ্যপণ্য ও পোশাক সামগ্রী রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, মসলা, রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম, মহিলাদের শাল-চাদর ও মোজা, রাবার সামগ্রী সহ অন্যান্য ভোগ্যপণ্য রয়েছে। বিজিবি নিশ্চিত করেছে যে, এসব মালামাল মালিকবিহীন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল।

 

 

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

Related Articles

Back to top button