Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের পরম মৈত্রেয় লাভী শাসন রক্ষিত মহাথের-এর ৬১ তম শুভ জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার “পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির “র সুযোগ্য অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সাধক প্রবর, অভিধার্মিক, বিচিত্র ধর্ম কথিক পরম পূজনীয় পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের’র ৬১ তম শুভ জন্ম দিবস যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ভাবগাম্ভীর্যে উদযাপন করা হয়েছে।

 

০৫ সেপ্টেম্বর ২০২৫ , শুক্রবার সকালে পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটি ও শাসন রক্ষিত ক্লাশমেট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরম পূজ্য পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের’র ৬১ তম জন্ম দিবস যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে দিবসটিতে শ্রদ্ধা জ্ঞাপন, পিন্ডদান,পূজা, প্রাণীদান, বেলুন ও ফেস্টুন উত্তোলন, ধর্মীয় সংগীত পরিবেশন, সমবেত ত্রিরত্ন বন্দনা, শ্রদ্ধাদান উত্তোলন,মোমবাতি প্রজনন ও কেক কাটা, ফুলের তোড়ার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, পঞ্চশীল গ্রহণ, ভাবনা অনুশীলন, নানাবিধ দানোৎসর্গ সহ পূজনীয় ভিক্ষুসংঘ কর্তৃক ধর্মোপদেশ দানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

উল্লেখ্য, পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের’র (সূর্য্যবান চাকমা) জন্ম ১৯৬৫ সালের ০৫ সেপ্টেম্বর ১৩৫৯ বঙ্গাব্দ ২০ ভাদ্র, রবিবার পানছড়ি উপজেলার ২৪২ নং পূজগাং মৌজার পূজগাং ছড়ার প্রত্যন্ত অঞ্চলের “তাবিদা পাড়ায় এক মধ্য বিত্ত কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। তিমির আঁধার ভেদ করে আলোকবর্তিকা নিয়ে এ মহামানব জন্ম গ্রহণ করেন। তাঁর পুর্ব নাম সূর্যবান চাকমা। পিতা (মৃত) সুবল চন্দ্র চাকমা। মাতা মৃত খাজাবি চাকমা। তাঁরা দুই ভাইবোন। তাঁর ছোট বোনের নাম সূর্য্য প্রভা চাকমা।

 

শিক্ষা জীবন :
পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ – ১৯৮৪ শিক্ষাবর্ষে বাণিজ্য বিভাগে এস এস সি এবং হাটহাজারী ডিগ্রী কলেজ থেকে ১৯৮৭ – ১৯৮৮ শিক্ষাবর্ষে বাণিজ্য বিভাগে এইচ এস সি পাশ করেন।

 

প্রবজ্যা গ্রহণ :
পূজনীয় পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের গৃহী জীবন থেকে পরিবার ও সমাজের সকল বন্ধন ছিন্ন করে পরম পিতা-মাতার অনুমতি নিয়ে লতিবান আদর্শ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিপর্শী স্থবিরের নিকট ১৯৮৯ সালের ২৮ ফ্রব্রুয়ারী মাসে প্রবজ্যা গ্রহণ করেন। প্রবজ্যা গ্রহণের সময় তাঁর নাম রাখা হয় “”শ্রীমান শাসন রক্ষিত শ্রামন””।

 

 

উপসম্পদা গ্রহণ (ভিক্ষু) :
১৯৮৯ সালের ১১ মে, ২৮ বৈশাখ ১৩৯৬ বঙ্গাব্দ, ২৫৩৩ বুদ্ধাব্দ, বৃহস্পতিবার রাঙামাটি রাজবন বিহারের অধ্যক্ষ আর্যশ্রাবক অর্হৎ শ্রীমৎ সাধনানন্দ মহাথের’র (বনভন্তে) এর উপধ্যায়াত্বে উপসম্পদা গ্রহণ করেন। তিনি ১২ বছর বিভিন্ন অরণ্যাচরণ অবস্থায় ধ্যান সাধনা করার পর ১৯৯৯ সালে বর্তমান পানছড়ি শান্তপুর অরণ্য কুটির প্রতিষ্ঠা করেন। সেই তীর্থভূমি পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে তাঁর ৬১ তম জন্ম দিবস উদযাপন হয়েছে।অনুষ্ঠানে অরণ্য কুটির উন্নয়ন কমিটির সহ সভাপতি অসেতু বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে বিভিন্ন কুটিরের ভান্তেগন ,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য বঙ্গমিত্র চাকমা , পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, সাবেক সভাপতি সত্য নারায়ন চাকমা , সাধারণ সম্পাদক সুব্রত চাকমা, কোষাধ্যক্ষ কল্যান মিত্র চাকমা অরণ্য কুটির উন্নয়ন কমিটির সদস্যগন ও শাসন রক্ষিত ক্লাশমেট ফাউন্ডেশনের সদস্যগন সহ সহস্রাধিক দায়ক দায়িকা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button