পানছড়ি মোল্লাপাড়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোল্লা পাড়া দারুল উলুম ও এতিমখানা মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ ২০২৫, শনিবার ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি এতিমখানার ছাত্রদের সাথে বিভিন্ন শিক্ষা মূলক আলোচনা করেন এবং এতিমখানার কার্যক্রম পরিদর্শন শেষে বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অন্যান্যদের মাঝে জেলা পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ, অ্যাডভোকেট মনজিলা সুলতানা, সুমন চৌধুরী, এলাকার ব্যক্তি বর্গ,সহ এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক,ছাত্ররা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খোঁজ খবর নেন। হাসপাতালে চিকিৎসক ও স্টাফ সংকট বিষয়ে তিনি স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিবেন বলেও আশ্বস্থ করেন।