পানছড়ি বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সদর বাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যগণ কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা ও ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন ও বাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
মনিটরিং কার্যক্রম চলাকালীন ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয় এবং বাজারে বিভিন্ন পণ্যের বিক্রয় মূল্য তদারকী সহ বাজার কমিটির তালিকার সঙ্গে বিক্রেতার পণ্যের বিক্রয় মূল্যের তালিকা যাচাই করা হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা দোকান ও পাইকারী আড়তে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের রশিদ সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও পলিথিন ব্যবহার নিষিদ্ধের বিষয়ে সকল দোকানদার, মাছ, সবজি ও ফল ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন বলেন, আসন্ন রমজান মাসকে উপলক্ষ করে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ০৯ (নয়) জন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। বাজার মনিটরিং এর সময় কোন সিন্ডিকেট বা বাধা পরিলক্ষিত হয় নাই।