পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালের আয়োজনে হামদ নাত,স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল বিশ্ব ভুবনের জন্য নিঃসন্দেহে রহমত ও বরকতময়। মিলাদুন্নবী (সাঃ)-এর মাসে আমরা আমাদের নবীপ্রেমকে শাণিত করি, মহান আল্লাহর দরবারে লাখো কোটিবার শুকরিয়া জ্ঞাপন করি এবং প্রিয় নবী (সাঃ)-এর অনুসরণে জীবনযাপন করে ইহকালীন-পরকালীন কামিয়াবি অর্জন করবো । আল্লাহ আমাদের সেই তাওফিক দিন।
অন্যান্যদের মাঝে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ তোফাজ্জল হোসেন,সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হামদ নাত,স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।