Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জঙ্গি, সন্ত্রাস যৌতুক ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধে পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ আগষ্ট ২০২৫,বৃহস্পতিবার বিকালে পানছড়ি থানা হলরুমে পুলিশ ও জনসাধারণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষে অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

 

এ সময় পানছড়ি থানার অফিসার ইনচার্জ পানছড়ি উপজেলার স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জঙ্গি, সন্ত্রাস যৌতুক ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করার কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন এসআই সুকান্ত সাহা, এসআই দিপক বিশ্বাস, এসআই সোহাগ, পানছড়ি থানা, উপজেলাবিএনপি-র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, উপজেলা যুবদলের আহবায়ক আফছার, যুগ্ন আহবায়ক মহরম আলী, সদস্য সচিব মোঃ সেলিম হোসেন ,সেচ্ছা সেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুল আলম ,থানার সকল অফিসারগন, ফোর্স ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button