Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি-খাগড়াছড়ি সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি-পানছড়ি সড়ক পূনঃ নির্মাণ ও মানসম্মত সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করেছে পানছড়ি উপজেলার সর্বসাধারন মানুষ।

 

১০ ডিসেম্বর ২০২৪,মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচিতে উপজেলার সর্বসাধারনে মানুষের সাথে সিএনজি চালক সমিতি, মহেন্দ্র চালক সমিতি, স্কুল কলেজ ছাত্র পরিষদ,ব্যবসায়ী সমিতি সমুহ একাত্মতা পোষন করে অংশ গ্রহন করেন।

 

পানছড়ি বাজার উন্নয়ন কমিটির যুগ্ন-সম্পাদক মোঃ আল-আমিন সোহানের সভাপতিত্বে ও মোঃ মোফাজ্জল হোসাইন এর সঞ্চালিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আদনান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু, অর্থ সম্পাদক রিপন সরকার, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক আশিকুর রহমান, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পানছড়ি কমিটির সভাপতি মনির হোসেন, রুমেল মারমা প্রমূখ।

 

এ সময় বক্তাগন বলেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি খাগড়াছড়ি জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কটি ব্যবহার করে খাগড়াছড়ি সদরের ২টি ইউনিয়নবাসী, পানছড়ি উপজেলার ৫ ইউনিয়নবাসী ও মাটিরাঙ্গা উপজেলার ৩টি ইউনিয়নবাসী সহ প্রায় ৫ লক্ষাধিক জনগণ জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করে। ইউনিয়ন সমূহ ও পানছড়ি উপজেলাটি পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এসব এলাকায় যথাযথ শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই হাজার হাজার মানুষকে জেলা সদরে আসতে হয়। শিক্ষার্থীরা প্রতিদিনের যাতায়াতে এ সড়কের বেহাল অবস্থার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। জরুরী রোগী পরিবহনের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। গর্ভবর্তী মায়েদের চিকিৎসা ও যাতায়াতে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হচ্ছে যা বলার অপেক্ষা রাখে না।

বক্তাগন আরও বলেন, রাস্তাটি এমন ভঙ্গুর দশা যে, ২৬ কিলোমিটার সড়ক পার হতে প্রতিনিয়তই ব্যাথা নাশক ঔষধ সেবন করতে হয়। তাছাড়া এহেন রাস্তার কারনে এতদ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য ও বনজপণ্য বাজার জাত করনের ব্যাপক অসুবিধার কারনে কৃষকরা সীমাহীন আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তাছাড়া প্রতিদিনই পানছড়ি-খাগড়াছড়ি সড়কে দূর্ঘটনা ঘটছে। দীর্ঘ সময়েও এই সড়কের সংস্কার বা পূনঃ নির্মাণ না হওয়াতে প্রায় ৫ লক্ষাধিক মানুষ দুর্ভোগের শিকার হতে হচ্ছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি ক্যাম্প সমুহে যাতায়াত ও নিরাপত্বা বেষ্টনিতেও আঘাত হানছে। সিমান্ত ও প্রত্যন্ত এলাকা হওয়ার সুবাদে প্রশাসন ও সরকারের অবহেলা বা অবমূল্যায়ন হিসেবে বিবেচনা করছে জনসাধারণ। এই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ ও জনরোষের সৃষ্টি হচ্ছে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে অতি দ্রুত পূনঃনির্মাণ বা মানসম্মত সংস্কারের ব্যবস্থা করলে জনগণের অসন্তোষ কমতে পারে।

 

বক্তাগন বলেন, অতীত সময়ে আমরা ৫ লক্ষাধিক জনসাধারণ উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হলেও কর্তৃপক্ষের নিকট যথাযথ পদক্ষেপ গ্রহণের ও রাস্তাটির মানসম্মত মেরামত করার মাধ্যমে মূল্যায়ন প্রত্যাশা করছি। আমাদের প্রানের দাবী রাস্তাটি সংস্কারের বিষয়ে দ্রুত সাড়া প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জন সাধারণের জনরোষ লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসকের সদয় ভূমিকা আশা করছি।

 

মানববন্ধন শেষে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক পূনঃনির্মাণ বা দ্রুত মানসম্মত সংস্কারের দাবীতে পানছড়ি উপজেলা সর্বসাধারনের পক্ষে আল আমিন, আবুল কাসেম, মোঃ আশিকুর রহমান স্বাক্ষরিত স্মারক লিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান করা হয়।

Related Articles

Back to top button