পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানবিক অভিযান
কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধ্যনগর কবরস্থানে ঘন জঙ্গলের কারণে কবর খননে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছিল স্থানীয়রা।
এ সমস্যা সমাধানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান চালায়।
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমানউল্লাহ উদ্যোগে স্থানীয় নেতাকর্মীরা সূর্যোদয়ের আগেই কবরস্থানে পৌঁছে যান। সেখানে দা-কাঁচি, কোদাল হাতে ঘণ্টার পর ঘণ্টা কাজ চালিয়ে যান স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক জয়নাল উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা ইউসুফ আলী সহ স্থানীয় ন অন্যান্য নেতাকর্মীগন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমানউল্লাহ বলেন, “প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার আহ্বানেই এই কাজ। শুধু কবরস্থান নয়—পরিচ্ছন্ন হবে গ্রাম থেকে শহর। এই মানবিক উদ্যোগ চলমান থাকবে।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রাজনীতির এই রূপই কাম্য,মানুষের পাশে থাকা, নীরবে কাজ করে যাওয়া।”