Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা ও প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ আগস্ট ২০২৫ , বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা উপজেলার অপরাধ চিত্র, মাদক ও চোরাচালান, মোবাইল কোর্ট, নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ রোধ,পানছড়ি হাসপাতালে চিকিৎসক সংকট, স্টাফ সংকট, বাজারের যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও দ্রব্য মুল্য রোধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও প্রতিকার বিষয়ে উপস্থাপন করেন।

 

এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শামসুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, ৩ বিজিবি প্রতিনিধি নায়েব সুবেদার জাহিদুল ইসলাম , উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, জামায়াতে ইসলামি পানছড়ি উপজেলা সভাপতি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন সহ যানবাহন সমিতি সমুহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button