পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি মুখে ৩ বিজিবির চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি মুখে ৩ বিজিবির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
১৭ আগস্ট ২০২৫, রবিবার দিনব্যাপি সীমান্ত সংলগ্ন দুর্গম কচুছড়িমুখ, তক্ষীরায় পাড়া, সম্ভুরায় পাড়ার স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী এবং বাঙ্গালী পুরুষ, নারী ও শিশু সহ শতাধিক জনসাধারণের মধ্যে ৩ বিজিবি-র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি চিকিৎসা সেবা প্রদান করেন।লোগাং বিজিবি জোন বিনামূল্যে ঔষধ বিতরণ করেন ।এ সময় লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম বলেন, দেশের সীমান্তে বর্ডার গার্ড সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে জনকল্যান মূলক কার্যক্রমে অংশ গ্রহন করছে। আমাদের জনকল্যান মূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
মেডিক্যাল ক্যাম্পেইন চলাকালীন কচুছড়ি মুখ ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম, স্থানীয় কার্বারী,সাংবাদিক ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।